ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ চাঁদপুরের সিভিল সার্জন
প্রকাশ: ০৯ জুলাই ২০১৯, ০৯:৫৬
নিজস্ব প্রতিবেদক


ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহকে চাঁদপুরের সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত ৩ জুলাই বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও সেবা বিভাগ থেকে তাঁকে এ নিয়োগ দেয়া হয়। ডাঃ সাখাওয়াত উল্লাহ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। তাঁকে পদোন্নতি দিয়ে চাঁদপুরের সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেয়া হয়। আগামীকাল বুধবার তিনি চাঁদপুরে যোগদান করার কথা রয়েছে ।