• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ীর অকাল মৃত্যু

প্রকাশ:  ০৯ জুলাই ২০১৯, ০৯:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর রেলওয়ের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ মোঃ খোরশেদ আলমের ছোট ভাই, রেলওয়ে হকার্স মার্কেটের ব্যবসায়ী মোঃ খাইরুল আলম মিন্টুর অকাল মৃত্যু হয়েছে। গত রোববার ভোর ৫টা ২০ মিনিটে মিন্টু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ভাই-বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। রোববার বাদ জোহর চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে আক্কাছ আলী একাডেমী মাঠে মরহুমের আত্মীয়-স্বজন, আপনজন, রেলওয়ে হকার্স মাকেটের ব্যবসায়ীসহ শত শত ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন বড় স্টেশন রেলওয়ে জামে মসজিদের খতিব মাওঃ মুফতি মোঃ সিরাজুল ইসলাম। মিন্টু ব্যক্তিগত জীবনে একজন ঠিকাদার ও রেলওয়ে হকার্স মার্কেটের ব্যবসায়ী ছিলেন। তার পিতা ছিলেন চাঁদপুর রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সাবেক ইন্সপেক্টর আব্দুর রশিদ তপাদার। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে সকল ধর্মপ্রাণ মুসলমানের কাছে দোয়া কামনা করা হয়।

 

 

সর্বাধিক পঠিত