চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে ভাতার বই বিতরণ


চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। গতকাল ৮ জুলাই সোমবার ১২নং চান্দ্রা ও ৯নং বালিয়া ইউপি কার্যালয়ে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভাতার বই বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও সদর উপজেলা সমাজসেবা অফিসার জামাল উদ্দিন।
চান্দ্রা ইউনিয়ন পরিষদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু এবং বালিয়া ইউনিয়ন পরিষদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।
সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার আবু তারিক আহম্মদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব ইব্রাহীম খলিল লিটন, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সাইদুর রহমান, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিয়াজী, চান্দ্রা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলমগীর শেখ, চান্দ্রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান রাজু প্রমুখ।
এদিন চান্দ্রা ইউনিয়নে ১০৪টি বয়স্ক ভাতা, ১৮টি বিধবা ভাতা ও ৩৫টি প্রতিবন্ধী ভাতা এবং বালিয়া ইউনিয়নে ১১৩টি বয়স্ক, ১৮টি বিধবা ও ৩৮টি প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়।