• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ধর্মের ভিন্নতায় সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ বিনষ্ট করতে পারবে না : ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ০৮ জুলাই ২০১৯, ০৯:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে পুরাণবাজার জগন্নাথ মন্দির আয়োজিত ৮ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের তৃতীয় দিন ছিলো গত ৬ জুলাই শনিবার। এদিন সন্ধ্যাকালীন ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। চাঁদপুর শহরস্থ কালীবাড়ি মন্দিরে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষের বসবাস এ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় রীতি-নীতি পালন করছে নির্বিঘেœ। ধর্মের ভিন্নতায় আমাদের মাঝে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ বিনষ্ট করতে পারবে না। আমাদের রাষ্ট্র পরিচালনায় ৪টি স্তম্ভের মধ্যে ধর্মনিরপেক্ষতা একটি। আমাদের মুসলিম ধর্মের মধ্যেই বলা আছে ধর্ম নিয়ে হানাহানি নয়। তাহলে ধর্ম নিয়ে এত হানাহানি কেন? আমরা কেউ আগে, কেউ পরে এ পৃথিবীতে যেমন এসেছি, তেমনি পৃথিবী থেকে যাওয়াটাও নিশ্চিত। তা সে যে ধর্মের লোকই হোক না কেনো। পৃথিবী থেকে তার চলে যাওয়াটা কেউ আটকাতে পারবে না। তাহলে কেনো, কীসের প্রয়োজনে এত বিদ্বেষ হানাহানি, সন্ত্রাস, মারামারি। পৃথিবীতে যত ধর্ম আছে, সকল ধর্মেই মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। তাহলে কারা ধর্ম নিয়ে এত সংঘাত সৃষ্টি করছে। তা আমাদেরকে চিহ্নিত করতে হবে। যারা ধর্মের নামে হানাহানি, সন্ত্রাস, জঙ্গিবাদ সৃষ্টি করতে চায়, তারা কোনো ধর্মের লোক হতে পারে না। কোনো ধর্মেই মানুষে মানুষে বিভেদ বা সন্ত্রাস সমর্থন করে না। তিনি রথযাত্রা অনুষ্ঠানের সফলতা কামনা করে জাতির জনকের স্বপ্ন পূরণে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি চাঁদপুর হাইমচরবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আমাকে তৃতীয়বারের মতো সুযোগ করে দিয়েছেন আপনাদের সেবা করার জন্যে। দোয়া করবেন আমি যেনো আপনাদের দেয়া দায়িত্ব পালন করতে পারি।
পুরাণবাজার জগন্নাথ মন্দির ও জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপ্রধানে এবং জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পুরাণবাজার জগন্নাথ মন্দিরের কার্যকরী সদস্য চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ নাসিম উদ্দিন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ রন্জিত রায় চৌধুরী, ডাঃ দীপু মনি এমপির স্থানীয় প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহা, কালীবাড়ি মন্দির কমিটির সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ।
প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছলে উপস্থিত নারীগণ শঙ্খ উলুধ্বনীর মাধ্যমে অতিথিকে স্বাগত জানান। পরে পুরাণবাজার জগন্নাথ মন্দির রথযাত্রা উৎসব কমিটির আহ্বায়ক সমর কান্তি সাহা, সদস্য সচিব সহদেব বর্মন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারী, মহিলা সম্পাদিকা রুমা পালসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ আলাদা আলাদাভাবে প্রধান অতিথি ও অন্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।
আগামী ১১ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা অনুষ্ঠান। এদিন কালীবাড়ি মন্দির হতে শ্রীশ্রী জগন্নাথদেব উপবিষ্ট সু-সজ্জিত রথখানা ভক্তরা শহর প্রদক্ষিণ শেষে পুরাণবাজার হরিসভা রোডস্থ জগন্নাথ মন্দিরে নিয়ে যাওয়া হবে। এখানেই পরিসমাপ্তি ঘটবে ৮ দিনব্যাপী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের।

 

সর্বাধিক পঠিত