• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বিচার বিভাগীয় কর্মচারীদের দাবি আদায়ে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রকাশ:  ০৮ জুলাই ২০১৯, ০৯:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। এ সময় শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।
স্মারকলিপি প্রদান ও ফুলেল শুভেচ্ছাকালে অ্যাসোসিয়েশনের নেতৃবৃৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ জহিরুল হক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ঢালী, সহ-সভাপতি এটিএম আব্দুল মতিন মোল্লা, মোঃ মামুন মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফকরুদ্দিন স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর মিয়া, কোষাধ্যক্ষ মোঃ ওয়ালী উল্লাহ, সহ-প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ শাহপরান শিপন, মোঃ নূরুল আমিন খোকন, মোঃ ইব্রাহীম খলিল প্রমুখ।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের এক ও অভিন্ন দাবিগুলো হলো : আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মচারীদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করে জুডিশিয়াল পে-স্কেলের আলোকে বেতন ভাতা দেয়া, সকল ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক মহামান্য হাইকোর্ট এবং মন্ত্রণালয়ের সমন্বয়ে শিক্ষাগতা যোগ্যতা ও জ্যেষ্ঠতার ক্রমানুসারে প্রতি ৫ বছর অন্তর পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করা এবং সারাদেশে নি¤œ আদালতে কর্মরত কর্মচারীদের এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন করা।

সর্বাধিক পঠিত