ফরিদগঞ্জে নূর মোহাম্মদ শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ২৫ জুলাই
প্রকাশ: ০৮ জুলাই ২০১৯, ০৯:০১
নিজস্ব প্রতিবেদক


আগামী ২৫ জুলাই বৃহস্পতিবার নূর মোহাম্মদ শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মোঃ আশরাফুর রহমান শাওন জানান, ২০১৯ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ফরিদগঞ্জ উপজেলার কলেজগুলোতে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হবে। কলেজের প্যাডে শিক্ষার্থীদের নামের তালিকা জমা দেয়ার জন্যে অনুরোধ করেছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ। সেই সাথে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের সাথে যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হয়েছে। উপজেলার কলেজগুলোর অংশগ্রহণে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সবার সহযোগিতা চেয়েছেন প্রতি প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদক।