মতলব উত্তরের ফ্রেন্ডস ফোরাম ৯৮-এর অফিস উদ্বোধন ও দায়িত্ব হস্তান্তর


মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার (কলাকান্দা রোডে) মতলব উত্তর ফ্রেন্ডস ফোরাম ৯৮-এর অফিস গত শুক্রবার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মিলাদ, দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া সংগঠনটির নতুন অফিসে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন প্রাক্তন কার্যনির্বাহী কমিটির পক্ষে প্রতিষ্ঠাকালীন সভাপতি মাহফুজুর রহমান ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিবলু। উপস্থিত ছিলেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা কাজী গোলাম মর্তুজা, স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতাকারী ইবনাল শাহিন আহম্মেদ শিপন, সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সদস্যসহ শতাধিক সাধারণ সদস্য। কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয় সংগঠনটির কার্যালয়ে। সভায় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যের কার্যনির্বাহী কমিটিকে ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি করার সিদ্ধান্ত গ্রহণ এবং পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ২য় অধিবেশনে সভাপতি গাজী গোলাম মোস্তফা সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোঃ আরিফ হোসেন খানের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয় ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। শপথবাক্য পাঠ করান কাজী গোলাম মর্তুজার পক্ষে প্রতিষ্ঠাকালীন সভাপতি মাহফুজুর রহমান। উক্ত সভায় সকলের পরিচিতি পর্ব সম্পন্ন হয়। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আরিফ উল্লাহ সরকার, অর্থ সম্পাদক রফি আহম্মেদ রোবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী জসিম আহম্মেদ, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসাইন। আরো বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী ইসলাম সহ বর্তমান কার্যনির্বাহী কমিটির সিঃ সহ-সভাপতি সুমন খান, সহ-সভাপতি মাঈনুদ্দিন চৌধুরী, লুৎফর রহমান লিমন, বিল্লাহ হোসেন মাস্টার, রোকসানা পারভীন সোহাগী, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, মহিউদ্দিন মহি, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াসিন মিয়া ইমন, সহ-দপ্তর সম্পাদক সুজন মিয়াজী, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল হক সোহাগ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ আবু সুফিয়ান, আইন বিষয়ক সম্পাদক এবি বাহাউদ্দীন রিগ্যান, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ মোশারফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মানছুরা খানম ইভা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শাহিনা আক্তার, আকলিমা আক্তার লাকী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ মোঃ শরীফুল আলম সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ মোঃ আশ^াদ উল্লাহ, সহঃ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল লিটন ও এরফান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা, কার্যনির্বাহী সদস্য মোঃ আলী হোসেন, প্রবাসী সদস্য মোঃ নুরুল হুদা, মোঃ ইউনুস আলী, জাকির হোসেন রিপন, সাধারণ সদস্য রাফি আম্মানসহ অন্যান্য সদস্য। সেবামূলক কার্যক্রমের জন্যে রক্ত সহায়তা মনিটরিং টিম সংগঠনের ওয়েবসাইট গঠন, দরিদ্র শিক্ষার্থীর জন্য সহায়তা ফান্ড, যাকাত ফান্ড গঠনসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম এবং সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের ৪ আগস্ট ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মতলব উত্তরের ৩২টি স্কুলের এসএসসি ১৯৯৮ সালের পরিক্ষার্থী ও মতলব উত্তরের স্থায়ী বাসিন্দা ১৯৯৮ সালের এসএসি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।