গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালো এক শিশু


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীর করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে চাঁদপুর শহরের কুমিল্লা রোডস্থ শ্রাবণী ভিলায়। গত ৫ জুলাই শুক্রবার বিকেলে হরিসভা রোডের বাসিন্দা লক্ষ্মী রাণী দাসের সাথে মৃত সুভাষ রিষির স্কুল পড়ুয়া মেয়ে মনীষা রিষি (১০) শ্রাবণী ভিলার ভাড়াটিয়া দিলীপ সাহার মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান থেকে তারা আর সে রাতে বাড়ি ফিরে আসেনি। তারা ঐরাতে বিয়ে বাড়িতে রাত যাপন করে। পরদিন ৬ জুলাই শনিবার সকালে সে ঘুম থেকে উঠে ছাদে গেলে, ছাদে থাকা ডেকোরেশনের বিদ্যুতের তারে মনের অজান্তে বিদ্যুৎস্পৃষ্ট হলে সাথে সাথেই সে মারা যায়। পরে তার নিথর দেহ পুরাণবাজার হরিসভা রোডে নিয়ে আসা হলে এলাকায় এক করুণ দৃশ্যের অবতারণা হয়।
এ ব্যাপারে শ্রাবণী ভিলার ভাড়াটিয়া দিলীপ সাহার সাথে কথা বললে তিনি জানান, আমি অসুস্থ মানুষ। আগেরদিন রাতে আমার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল, বাসা ভর্তি ছিলো আত্মীয়-স্বজন। অনেক রাত অবধি অনুষ্ঠান হওয়াতে সকলেই ছিলো ক্লান্ত। মেয়েটির মৃত্যু সংবাদ পেয়েই আমি ঘুম থেকে উঠি। মেয়েটি আমার আত্মীয়-স্বজন কেউ নয়। আমার বাসায় কাজ করে লক্ষ্মী নামে একটি মেয়ে। সে-ই মেয়েটিকে নিয়ে আসে। এ ঘটনায় আমি খুবই বিব্রত। বিয়ে কাজ শুভ কাজ। সেই শুভ কাজে এ ধরনের ঘটনায় আমরা মানসিকভাবে খুব অসহায়বোধ করছি। আমার অনুষ্ঠানে এসে একটি মেয়ের এভাবে মৃত্যু হবে তা ভাবতে পারছি না। বিয়ের আলোকসজ্জার জন্যে আমরা মা ডেকোরেটরকে দায়িত্ব দিয়েছিলাম। সেই মতে ছাদে অনুষ্ঠান করার জন্যে প্যান্ডেলসহ আলোকসজ্জা করা হয়। আর তাতেই ঘটে এই বিপত্তি।