• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ট্রাস্ট মডেল একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ:  ০৭ জুলাই ২০১৯, ০৯:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত রাজধানীর মীরপুর পল্লবীস্থ ট্রাস্ট মডেল একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৯ শে জুন-২০১৯ একাডেমি প্রাঙ্গণে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক লেঃ কর্নেল (অবঃ) আবু ওসমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মদ, আর্মি হেড কোয়াটার্সের পরিচালক (শিক্ষা) ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরহাদ হোসেন।
ট্রাস্ট মডেল একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নূরে আলম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক মোঃ মহিউদ্দিন আহম্মদ, মীরপুর সিটি ক্লাবের সাধারণ সম্পাদক এবং দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন মোল্লা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মদ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ বেতারের সাবেক সাংবাদিক এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ শিক্ষা উদ্যোক্তা নূরে আলম তালুকদারের উদ্যোগে  ২০১৫ শিক্ষাবর্ষ থেকে ট্রাস্ট মডেল একাডেমির যাত্রা শুরু হয়।

 

 

সর্বাধিক পঠিত