• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

দেশকে সুন্দরভাবে গড়ে তোলা আমাদের সকলেরই দায়িত্ব : অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

প্রকাশ:  ০৬ জুলাই ২০১৯, ০৯:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তরে চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত শিশুমেলা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলার ঠেঁটালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতে শিশুমেলা উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার নূরুল হকের সভাপ্রধানে এবং সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। এদেশ ও জাতিকে এগিয়ে নিতে এ শিশু শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাই শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরো আন্তরিক হতে হবে।
তিনি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সকলেরই আন্তরিকতার সাথে কাজ করা উচিৎ। কেননা এ দেশটা আমরাই স্বাধীন করেছি, তাই দেশকে সুন্দরভাবে গড়ে তোলা আমাদের সকলেরই দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারেক মাহমুদ হোসেন, ফতেপুর পূর্ব ইউপির চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী প্রমুখ। মেলায় বেশ কয়েকটি স্টল প্রদর্শন করা হয়।

 

সর্বাধিক পঠিত