• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে নতুন ভাতার বই বিতরণ

যার কেউ নেই তার জন্যে রয়েছে শেখ হাসিনার সরকার : নূরুল ইসলাম নাজিম দেওয়ান

প্রকাশ:  ০৬ জুলাই ২০১৯, ০৯:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে নতুন ভাতা বই বিতরণ করা হয়েছে। গত ৩ জুলাই বুধবার দুপুর ১২টায় রাজরাজেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হযরত আলী বেপারীর সভাপ্রধানে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে নতুন ভাতার বই বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা বয়স্ক ভাতা চালু করেন। তখন মাথা পিছু ভাতার পরিমাণ ছিল দুই শত টাকা আর এখন তার চেয়ে অনেক গুণ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ যার কেউ নেই তার জন্যে রয়েছে শেখ হাসিনার সরকার। আমরা আপনাদের সেবক। শেখ হাসিনা সরকারের উন্নয়ন আপনাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্যে আমরা কাজ করে যাচ্ছি। শেখ হাসিনা সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ আপনাদের সুখ-দুঃখে কাজ করছে। এ সরকার জনগণের বন্ধু হয়ে সকল অসমাপ্ত কাজ সমাপ্তির জন্যে কাজ চালিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার মোাঃ জামাল উদ্দিন, সমাজসেবা কর্মচারী মোঃ শাহজাহান মোঃ ইলিয়াস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজরাজেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মোঃ আলী বকাউল, ২নং ওয়ার্ড মেম্বার মুকবুল প্রধানিয়া, ৩নং ওয়ার্ড মেম্বার পারভেজ গাজী, ৪নং ওয়ার্ড মেম্বার সিরাজ, ৫নং ওয়ার্ড মেম্বার আবুবকর পাটওয়ারী, ৬নং ওয়ার্ড মেম্বার শফিউল কোড়ালী, ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ জাহাঙ্গীর সরকার, ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ হাসান আলী দেওয়ান, ৯নং ওয়ার্ড মেম্বার মোঃ হানিফ বেপারীসহ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ ভাতাভোগীরা।