• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

রাজরাজেশ্বরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

প্রকাশ:  ০৬ জুলাই ২০১৯, ০৯:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক পর্যায়ে পড়ুয়া শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করে আনার লক্ষ্যে দেশব্যাপী চলছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। ইউনিয়ন পর্যায়ে বিজয়ী দল উপজেলা পর্যায়ে, আবার উপজেলা পর্যায়ে বিজয়ী দল জেলায় এবং জেলা পর্যায়ে বিজয়ী দল বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। তারই ধারাবাহিকতায় চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রাজরাজেশ্বর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ টুর্নামেন্টের আয়োজন করে। গত ৩ জুলাই বুধবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ঐতিহ্যবাহী ওমর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ছেলেদের খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপে বলাশিয়া ডিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে চিরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে বিজয়ী হয়।
রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ নূরুল ইসলাম নাজিম দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানাসহ ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। টুর্নামেন্টে ইউনিয়নের ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেদের দল অংশগ্রহণ করে। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত