• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

এরশাদের সুস্থতা কামনায় পুরাণবাজারে দোয়া ও মিলাদ মাহফিল

প্রকাশ:  ০৬ জুলাই ২০১৯, ০৯:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ¦ হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনা করে চাঁদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুমা চাঁদপুর শহরের সবচেয়ে বৃহৎ ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি মাওঃ মোঃ ইব্রাহিম খলিল।
দোয়া মাহফিলে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান, শওকত আখন্দ আলমগীর, রফিকুল ইসলাম খান, আলহাজ¦ মফিজ বেপারী, ইব্রাহিম দেওয়ান স্বপন, মনির হোসেন খান, শাহজাহান মাতাব্বর, মাঈনুদ্দিন বেপারী প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা ইসমাইল হোসেন মাঝি, বিল্লাল খান, মোঃ শাহিন বেপারী, রফিকুল ইসলাম মিজি, আবুল কালাম খন্দকার (আবু), মিজান গাজী, সিরু ছৈয়াল, ফরিদ সরকার প্রমুখ।
এছাড়া পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, মসজিদ কমিটির সভাপতিসহ ধর্মগ্রাণ মুসল্লিগণ দোয়ায় শরীক হন। পরে সবার মাঝে তবররুক বিতরণ করা হয়।
দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার আরও অবনতি হলে গত ২২ জুন তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। প্রায় দু’ সপ্তাহ ধরে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার এরশাদের অবস্থার অবনতি ঘটলে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরসহ সিনিয়র নেতারা তাঁকে উন্নত চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয় সেখানে নিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা নেই এরশাদের। হিমোগ্লোবিন স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন সাবেক এ রাষ্ট্রপতি।

 

সর্বাধিক পঠিত