• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আজ সনাতনধর্মালম্বিদের রথ যাত্রা উৎসব

প্রকাশ:  ০৫ জুলাই ২০১৯, ০০:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরে প্রতিবছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় সনাতনধর্মালম্বিদের রথযাত্রা উৎসবকে পালন করা হবে। এ উৎসবকে ঘিরে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে বলেও জানিয়েছেন সনাতনধর্মালম্বি নেতৃবৃন্দরা। আজ ৪ জুলাই বৃহস্পতিবার সনাতনধর্মালম্বিরা তিথী অনুযায়ী পালন করবেন এই রথ যাত্রা উৎসব। জেলা পূজা উদযাপন পরিষদ ও পুরাণবাজার জগন্নাথ মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র রায় জানান,আজ ৪ জুলাই রথযাত্রা উৎসবকে ঘিরে সপ্তাহব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আজ ১ম দিন রথ পুরান বাজারের জগন্নাথ মন্দির থেকে নতুন বাজারের কালী মন্দিরে এনে রাখা হবে। এ দিনে বিকাল ৫ টায় রথ যাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। এসময় পুলিশ সুপার জিহাদুল কবির সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। 

সুভাষ চন্দ্র রায় আরো জানান, ৪ জুলাই ১ম দিনে সকাল ৯ টায় অগ্নিহোত্র যজ্ঞ, দুপুর ১২টায় ভোগ আরতি, দুপুর ১টায় ভাগবত পাঠ করবেন ঝিনাইদহের প্রসিত কৃষ্ণ দাস, দুপুর ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। পরদিন ৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় ভজন কীর্তন, হরিনাম ও পাঠকীর্তন, দুপুর ১২টায় ভোগ আরতি, দুপুর ১টায় জগন্নাথ লীলা মৃত পাঠ করবেন ঠাঁকুর গায়ের সুষান্ত গৌর দাস। একই ভাবে ৮ জুলাই সোমবার পর্যন্ত পূর্বের একই নিয়মে অনুষ্ঠানমালা চলতে থাকবে। ৯ জুলাই মঙ্গলবার দুপুর ১টায় জগন্নাথ লীলামৃত পাঠ করবেন প্রসিৎ কৃষ্ণ দাস, বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন বেতার ও বিভিন্ন টিভি চ্যানেলের শিল্পীবৃন্দ।

এদিকে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী এ উৎসবের ব্যপারে জানান, চাঁদপুরে ৪ জুলাই বৃহস্পতিবার একই দিনে শহরের বেশ কয়েক জায়গা থেকে রথ বের করা হবে। ওই দিন বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজার গোপাল জিউর আখড়া থেকেও ১টি রথ বের করা হবে। যা শহরের মেথারোডস্থ সার্বজনীন দূর্গা মন্দিরে এনে রাখা হবে।এছাড়াও পুরাণবাজারের ঘোষপাড়া থেকে আরও ১টি রথ যাত্রার জন্য বের করা হবে। যা শহরের নতুন বাজারের ঘোষপাড়া দূর্গা মন্দিরে এনে রাখা হবে। তারা আরো জানান, রথ যাত্রা উৎসব কে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হচ্ছে। সপ্তাহব্যাপী এই উৎসবে সকল পর্যায়ের সনাতনধর্মালম্বি ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

সর্বাধিক পঠিত