• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের ক্যাবল অপারেটরদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় -সরকারি নির্দেশনা মেনে চলার আহবান

প্রকাশ:  ০৫ জুলাই ২০১৯, ০০:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলার বিভিন্ন পর্যায়ের ক্যাবল অপারেটরদের সাথে  জেলা প্রশাসনের  জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, যারা ডিশ ব্যবসায়ী রয়েছেন তাদের প্রত্যেককে "কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬" ও এ সংক্রান্ত অন্যান্য সরকারি নির্দেশনাসমূহ মেনে চলতেহবে। সরকার কর্তৃক নির্দিষ্ট ক্রমিকে যেভাবে চ্যানেলগুলোর লাইসেন্স দেয়া হয়েছে সে অনুযায়ী প্রচার এবং উত্তম গ্রাহকসেবা নিশ্চিত করতে স কলে মনযোগী হতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপ্রধানে  এবং এনডিসি মাহবুবুর রহমানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম, উজ্জ্বল হোসাইন, বিটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জিবন প্রমুখ। এ সময় চাঁদপুর ক্যাবল নেটওয়ার্ক সমিতির নেতৃবৃন্দসহ ডিশ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় এ বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সর্বাধিক পঠিত