চাঁদপুরের ক্যাবল অপারেটরদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়


চাঁদপুর জেলার বিভিন্ন পর্যায়ের ক্যাবল অপারেটরদের সাথে জেলা প্রশাসনের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ জুলাই মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান বলেন, ডিশ ব্যবসায়ীদের ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬’ ও এ সংক্রান্ত অন্যান্য সরকারি নির্দেশনাসমূহ মেনে চলতে হবে। সরকার কর্তৃক নির্দিষ্ট ক্রমিকে যেভাবে চ্যানেলগুলোর লাইসেন্স দেয়া হয়েছে সে অনুযায়ী প্রচার এবং উত্তম গ্রাহকসেবা নিশ্চিত করতে সকলকে আন্তরিক হতে হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপ্রধানে এবং এনডিসি মাহবুবুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম, উজ্জ্বল হোসাইন, বিটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন প্রমুখ। এ সময় চাঁদপুর ক্যাবল নেটওয়ার্ক সমিতির নেতৃবৃন্দসহ ডিশ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় এ বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।