• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুরে বাম গণতান্ত্রিক জোটের সভা

প্রকাশ:  ০৪ জুলাই ২০১৯, ১৩:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে জরুরি সভা করেছে চাঁদপুর জেলা বাম গণতান্ত্রিক জোট। গত ২ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সংগঠনের কার্যালয়ে এ সভা হয়। সভায় সভাপতির বক্তব্যে বাসদ সভাপতি কমরেড শাহজাহান তালুকদার বলেন, দেশে গ্যাসের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। তাই আমরা গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে চাঁদপুরে কেন্দ্রীয় কমিটির দিকনির্দেশনায় ৭ জুলাই হরতাল করবো।
সভায় আরো বক্তব্য রাখেন সিপিবির জাকির হোসেন, বাসদের দিপালী রানী দাস, বাসদ মার্সকবাদীর আজিজুর রহমান, নজরুল, বাদশা, কবির হোসেন প্রমুখ।

 

সর্বাধিক পঠিত