• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সস্ত্রীক হজে গেছেন অ্যাডঃ সেলিম আকবর

প্রকাশ:  ০৪ জুলাই ২০১৯, ১৩:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কেন্দ্রীয় গণফোরামের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর ও তাঁর স্ত্রী শিরীন আক্তার জলি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কায় রওনা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে তাঁরা বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া হজের প্রথম ফ্লাইটে মক্কার উদ্দেশ্যে রওনা দেন।
বুধবার বিকেলে তিনি মুঠোফোনে জানান, স্বল্পসময়ের মধ্যে তিনি সস্ত্রীক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ফলে তিনি অনেকের সাথে দেখা করে যেতে পারেননি। এজন্যে তাঁর বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, আইনজীবীসহ শুভাকাক্সক্ষীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি ও তাঁর স্ত্রী যেনো সুন্দরভাবে পবিত্র হজ পালনশেষে দেশে ফিরতে পারেন সেজন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন।  

 

সর্বাধিক পঠিত