• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বর্ণাঢ্য আয়োজনে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের নবীনবরণ সম্পন্ন

প্রতিষ্ঠিত হতে হলে প্রতিটি শিক্ষার্থীকে পড়ালেখা করতে হবে : মুহম্মদ শফিকুর রহমান এমপি

প্রকাশ:  ০৩ জুলাই ২০১৯, ১০:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, সমাজে প্রতিষ্ঠিত হতে হলে প্রতিটি শিক্ষার্থীকে তার স্বার্থেই পড়ালেখা করতে হবে। সুশিক্ষা গ্রহণ করে আসুন খারাপ মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমাদের প্রাণপ্রিয় নবী করিম (সাঃ) বলেছেন, জ্ঞান অর্জন করতে হলে প্রয়োজনে সূদুর চীন দেশে যাও। কারণ চীনের নাগরিকরা জ্ঞান অর্জন করে প্রতিষ্ঠিত হচ্ছে। যা এখনো চলমান রয়েছে।
সোমবার বর্ণাঢ্য আয়োজনে ফরিদগঞ্জ সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ কুন্তুল কৃষ্ণ নাথের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমিও সবাইকে বরণ করে নিচ্ছি। আমি ছাত্রাবস্থায় আমার নিজ গ্রামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেই সেই স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলাম। সে সময়ে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের লেখাপড়ায় এগিয়ে আসতে তাদেরকে স্কুলে ভর্তি করার জন্য বাবা-মাকে আহ্বান করেছি। ছেলেদের পাশাপাশি মেয়েরাও পড়ালেখায় এগিয়ে না আসলে দেশ পিছিয়ে যাবে।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী আফরোজ, মেয়র মাহফুজুল হক, থানার ওসি আব্দুর রকিব, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী আফরোজ আশরাফী, আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য খাজে আহমেদ মজুমদার, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ রিয়াজ আহমেদ, গভর্নিং বোর্ডের সাবেক সদস্য, নাজিম উদ্দীন পাটওয়ারী প্রমুখ।
একই দিনে গল্লাক ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুহম্মদ শফিকুর রহমান এমপি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন।