• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ইসলামী ফ্রন্ট নেতা ফারুক আহমদের ইন্তেকালে শোক

প্রকাশ:  ০৩ জুলাই ২০১৯, ১০:০৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও লক্ষ্মীপুর জেলার সভাপতি, রামগঞ্জ থানাধীন সোনাপুর দারুল ফালাহ দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ফারুক আহমদ (৪৮) গত ১ জুলাই সোমবার ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। তিনি এদিন ভোর সাড়ে পাঁচটায় ঢাকাস্থ পদ্মা হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করে। এর আগে তাঁর হার্টঅ্যাটাক হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তিনি ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী ঘনিয়া সাঈদিয়া দরকার শরীফের একনিষ্ট মুরিদ, ভক্ত এবং বলিষ্ঠ খাদেম ছিলেন।
সোমবার বাদ আছর ঘনিয়া দরবার শরীফ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন দরবার শরীফের পীর আল্লামা হাফেজ জুনায়েদুল হক নকশ্বন্দী মোজাদ্দেদী।
তাঁর এই আকষ্মিক ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান ও মহাসচিব আল্লামা এমএ মান্নান ও এমএ মতিন, প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী, প্রেসিডিয়াম সদস্য ও ঘনিয়া সাঈদিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা আল্লামা হাফেজ জুনায়েদুল হক, আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর জেলার সভাপতি ড. একেএম মাহবুবুর রহমান, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য মুফতি আব্দুর রব আল কাদেরী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আবু জাফর মোঃ মাঈনুদ্দিনসহ নেতৃবৃন্দ। তাঁরা শোকবার্তায় মরহুমের মাগফেরাত কামনা ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, মরহুম ফারুক ছিলেন সুন্নীয়তের একজন অকুতোভয় সৈনিক। সুন্নীয়তের জন্যে তাঁর অবদান অনস্বীকার্য।
নেতৃবৃন্দ তাঁর শোকাহত পরিবারকে ধৈর্যধারণ এবং তাঁকে যেনো জান্নাতুল ফিরদাউস নসিব করেন সেই কামনাই করেন মহান আল্লাহর দরবারে।

সর্বাধিক পঠিত