• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তি পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশ:  ০৩ জুলাই ২০১৯, ১০:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তি পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে শাহরাস্তি পৌর ভবনের সভাকক্ষে জনাকীর্ণ গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পৌর কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে এ বাজেট ঘোষণা করা হয়। পৌর সচিব তোফায়েল আহম্মেদ শেখ বাজেট সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করলে ১২টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র হাজী আবদুল লতিফ এ বাজেট ঘোষণা করেন।
এতে ২০১৯-২০ অর্থবছরের জন্য সর্বমোট ৩৩ কোটি ২১ লাখ ৮ হাজার টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়। ওই সম্ভাব্য বাজেট ব্যয় ধরা হয় ৩৩ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকা, উদ্বৃত্ত ধরা হয় ১৩ লাখ ৬৮ হাজার টাকা।
এতে মোট রাজস্ব বাজেট ধরা হয় ৫ কোটি ৪৪ লাখ টাকা, ব্যয় ধরা হয় ৫ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা, উদ্বৃত্ত ধরা হয় ১৩ লাখ ১০ হাজার টাকা। উন্নয়ন খাতে আয়ের মধ্যে রাজস্ব হিসাব ২৭ কোটি ৩৬ লাখ ৮ হাজার টাকা, ব্যয়ের মধ্যে ২৭ কোটি ৩৬ লাখ, উদ্বৃত্ত ধরা হয়  ৮হাজার টাকা। পানির রাজস্ব আয় ১৯ লাখ ৯০ হাজার টাকা, ব্যয় বাবদ ১৯ লাখ ৭০ হাজার টাকা, উদ্বৃত্ত ধরা হয় ২০ হাজার টাকা। উন্নয়ন হিসাবে রাজস্ব আয় ধরা হয় ৫ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকা, ব্যয় বাবদ ৫ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা, উদ্বৃত্ত ধরা হয় ১২ লাখ ৯০ হাজার টাকা। মূলধন হিসাবে রাজস্ব আয় ধরা হয় ৪১ লাখ, ব্যয় বাবদ ৪০ লাখ ৫০ হাজার টাকা, উদ্বৃত্ত ধরা হয় ৫০ হাজার টাকা। মোট উন্নয়ন বাজেট হিসাবে রাজস্ব আয় ধরা হয় ২৭ কোটি ৭৭ লাখ ৮ হাজার টাকা, ব্যয় বাবদ ২৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা, উদ্বৃত্ত ধরা হয় ৫৮ হাজার টাকা।

 

সর্বাধিক পঠিত