• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজারের ১২টি রাইস মিল পরিদর্শনে পরিবেশ অধিদপ্তরের ডিডি

প্রকাশ:  ০৩ জুলাই ২০১৯, ১০:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরের পুরাণবাজারে অবস্থিত ১২টি অটোরাইস মিল পরিদর্শন করছেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক এএইচএম রাশেদ ও অন্যান্য কর্মকর্তা। গতকাল মঙ্গলবার ২ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের কর্মকর্তারা পর্যায়ক্রমে মিলগুলো পরিদর্শন করেন।
চাঁদপুর রাইস মিল মালিক সমিতির আহ্বায়ক আঃ রহিম, যুগ্ম আহ্বায়ক নকিবুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল চৌধুরী, সদস্য হাজী শাহআলম বাদশাসহ মিল মালিক ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 পরিদর্শনের সময় পরিবেশ অধিদপ্তরের ডিডি মিল মালিকদের সাথে কথা বলেন এবং যে সকল মিল থেকে ছাই উড়ে এলাকার পরিবেশ দূষণ হচ্ছে তাদেরকে স্ব স্ব উদ্যোগে আগামী এক-দুই মাসের মধ্যে পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশ দেন।

 

সর্বাধিক পঠিত