শাহতলী জিলানী চিশতী কলেজে নবীনবরণ
শিক্ষা জীবনে উচ্চ মাধ্যমিকের দুবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ : অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান


চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নস্থ শাহাতলী জিলানী চিশতী কলেজের একাদশ শ্রেণির ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১ জুলাই সোমবার সকাল ১০টায় কলেজের এটি আহমেদ হোসাইন রুশদী একাডেমিক ভবনের (৪ তলা) হলরুমে কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অবকাঠামোগত উন্নয়নের সাথে সাথে শিক্ষার মানেরও উন্নয়ন ঘটাতে হবে। এ বছর পৌনে ৪ লাখ বিসিএস দিয়েছে। পৃথিবীতে এমন রাষ্ট্র আছে, যেখানে এত লোকসংখ্যাই নেই। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে ভালো লেখাপড়ার বিকল্প নেই। ভালো ইংরেজি জানতে হবে, ইংরেজি আমাদের বিসিএস সহায়তা করেছে। তথ্য প্রযুক্তিতে জ্ঞান থাকতে হবে। নিজেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। লেখাপড়া করে ভালো মানুষ হতে হবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের মেট্রোরেল, পদ্মাসেতু, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। আমরা এখন দেশপ্রেমিক নাগরিক চাই। শিক্ষার্থীদের জন্যে শিক্ষা জীবনের উচ্চ মাধ্যমিকের দুবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক ও বাবা-মাকে সম্মান করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ কামাল হাজী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিংবডির অভিভাবক সদস্য মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী, কৃষি বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক মোঃ হানিফ মিয়া, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মোঃ মানিক মিয়া, জীব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মোঃ হাবিবুর রহমান, উচ্চতর গণিত বিষয়ের প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেন, দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ইফরাত জাহান সাবিহা ও বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী মোঃ হারুন-অর রশিদ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান সোহেল রুশদী। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী নাঈম আহামদ।