ডঃ মুহম্মদ শহীদুল্লাহ অ্যাওয়ার্ড পেয়েছেন বহরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোর্শেদ আলম


চাঁদপুরে শিক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জ্ঞান তাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড-২০১৯-এ ভূষিত হয়েছেন চাঁদপুর বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোর্শেদ আলম। বিশ^ মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ ও সচেতন নাগরিকদের ভূমিকা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
গত ২৮ জুন শুক্রবার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট (স্বর্ণপদক) তুলে দেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন পর্যায়ের বহু গুণীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধান শিক্ষক মোহাম্মদ মোর্শেদ আলম একজন শিক্ষক পরিবারের সন্তান। তাঁর দাদা মরহুম হাবিব উল্লাহ খন্দকার এবং বাবা মরহুম আমিনুল হক খন্দকার ফরিদগঞ্জের শিক্ষক ছিলেন।
তার এই গোল্ডেন অ্যাওয়ার্ড প্রাপ্তিতে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বহরিয়া নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সেলিম খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আগামীতেও তিনি শিক্ষাক্ষেত্রে এভাবে সফল ও সুনামের সাথে যাতে কাজ করতে পারেন সেজন্যে সকলের দোয়া চেয়েছেন।