বেতনভাতার দাবীতে চাঁদপুরে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালন


এক দেশে দুই নীতি মানিনা মানবনা, মাসশেষে বেতন চাই চাকুরী শেষে পেনশন চাই"। এই স্লোগানে রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা ও সকল কর্মকর্তা কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবী জানানো হয়েছে। ২ জুলাই মঙ্গলবার চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গনে সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে এ দাবী জানানো হয়।
বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়ার সভাপতিত্বে ও পৌর কর্মকর্তা কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সংগঠনের উপদেষ্টা ও পৌরসভার প্রধান হিসাব রক্ষক মোঃ মুশিউর রহমান,ফেরদৌস আলম, নূরুল আলম, চন্দ্র নাথ ঘোষ, মোঃ মনিরুজ্জামান, বাতেন মিয়াজী, মোশাররফ হোসেন পাটওয়ারী, জায়েদুর রহমান জহির, মোঃ এমদাদ হোসেন মিলন, ফাতেমা পারভিন লাকি, অনিমা সেন, নূর জাহান বেগম সেতু প্রমুখ। এ সময় জেলার ৭ পৌরসভার কর্মচারীগন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ৩২ হাজার ৫'শ কর্মচারীকে অভুক্ত রেখে জাতির পিতার স্বপ্ন এদেশে কখনো পূরন করা সম্ভব না।কারন নিয়োগ দেয় সরকার কিন্তু পদোন্নতি, বদলি, ছুটি ও যে কোন কিছুর অনুমোদন দেয় কেন্দ্রীয় সরকারের স্থানীয় সরকার বিভাগ। অথচ এ বিভাগ থেকে মাস শেষে পৌর কর্মকর্তা কর্মচারীদের কোন বেতন দেয়া হয়না।
বক্তারা আরো বলেন, যেখানে সরকার বেসরকারি চাকুরী জিবীদের পর্যন্ত পেনশন দেওয়ার কথা চিন্তা করছে। সেই অবস্থাতেও সরকার কর্তৃক নিয়োগকৃত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কোন বেতন বা পেনশনই দেওয়া হচ্ছে না। তাই ১৪ তারিখের আমাদের কেন্দ্রীয় আন্দোলনকে সবাই মিলে সফল করবো।এর আগে গতকালও এভাবে পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারিগণ শান্তিপূর্ণ ভাবে প্রথম দিনের অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণ করেন।