আজ থেকে ডেম্যু ট্রেন চলাচল শুরু
প্রকাশ: ০১ জুলাই ২০১৯, ০৯:০২
নিজস্ব প্রতিবেদক


আজ থেকে চাঁদপুর-কুমিল্লা রেলপথে কমিউটার (ডেম্যু) ট্রেন চলাচল শুরু হচ্ছে। রেলসূত্রে জানা যায়, আজ সকাল ৭টায় ট্রেনটি লাকসাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং চাঁদপুর থেকে সকাল ৯টায় লাকসামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ ব্যাপারে চাঁদপুর (বড়) স্টেশনের মাস্টার জাফর আলম জানান, তিনি ট্রেন চলাচল করবে শুনেছেন, তবে লাকসাম হয়ে কুমিল্লা যাবে কিনা তার কোনো চিঠি তিনি পাননি। তিনি আরো জানান, সকালে ট্রেনটি চলাচল করবে। বিকেলে চলবে না।
উল্লেখ্য, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দু মাস বন্ধ থাকার পর ডেম্যু ট্রেনটি আজ চালু হতে যাচ্ছে।