• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হজ পালন উপলক্ষে অ্যাডঃ সেলিম আকবরের বাসায় মিলাদ ও দোয়া

প্রকাশ:  ০১ জুলাই ২০১৯, ০৮:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কেন্দ্রীয় গণফোরামের সাংগঠনিক সম্পাদক, চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর তার স্ত্রী শিরিন আক্তারসহ এবার পবিত্র হজব্রত পালন করবেন। এ উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
গতকাল ৩০ জুন রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তন মসজিদে এবং বিকেলে চাঁদপুর শহরের ব্যাংক কলোনীস্থ অ্যাডঃ সেলিম আকবরের নিজ বাসায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। বিকেলে অ্যাডঃ সেলিম আকবরের বাসায় অনুষ্ঠিত মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন চাঁদপুর জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ মাওঃ সাইফুদ্দিন খন্দকার। উপস্থিত ছিলেন চান্দ্রা ছামাদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও শেরে বাংলা ছাত্রাবাস জামে মসজিদের খতিব মাওঃ আনম মহিবুল্লাহ, চাঁদপুর জেলা ইমাম সমিতির যুগ্ম-সম্পাদক মাওঃ আব্দুর রহমান গাজী, ফরিদগঞ্জ ঘরিয়ানা জামে মসজিদের খতিব মাওঃ মোঃ জসিম উদ্দিন, চেয়ারম্যানঘাটা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ আতিক উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
অ্যাডঃ সেলিম আকবর বলেন, আমি ও আমার স্ত্রী শিরিনা আক্তার আগামী ৪ জুলাই সকালে পবিত্র হজ পালনের জন্য মক্কার উদ্দেশ্যে রওয়ানা করবো। এবছর বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া প্রথম হজ ফ্লাইটের যাত্রী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। স্বল্প সময়ে সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, দলীয় নেতা-কর্মী ও সহকর্মীদের সাথে দেখা করতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং সে সাথে সকলের কাছে দোয়া কামনা করছি যেনো আমরা হজের সকল নিয়ম পরিপূর্ণভাবে আদায় করে পবিত্র হজ পালন শেষে যেনো সুস্থভাবে ফিরে আসতে পারি।