• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

১৫নং ওয়ার্ডে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য নিবন্ধন শুরু

প্রকাশ:  ৩০ জুন ২০১৯, ০৯:০৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬-এর উদ্যোগে জিটি রোড মহল্লায় বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও মেস সদস্যদের তথ্য নিবন্ধন হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ২৯ জুন শনিবার রাতে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চাঁদপুর সদর মডেল থানার কমিউনিটি পুলিশিং ইন্সপেক্টর (সিপিআই) মোঃ আব্দুর রব। এ সময় তিনি বলেন, বাংলাদেশ পুলিশ এবং চাঁদপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সারাদেশের ন্যায় চাঁদপুরেও প্রতিটি পাড়া-মহল্লায় বাড়িওয়ালা, ভাড়াটিয়া এবং সদস্যদের তথ্য নিবন্ধন হালনাগাদ চলছে। পুলিশ হেডকোয়ার্টারের নির্ধারিত ফরমে সকল বাড়িওয়ালা ও ভাড়াটিয়া এবং মেস সদস্যদের তথ্য পূরণ করে থানায় জমা দিতে হবে। এ ব্যাপারে তিনি স্থানীয় কাউন্সিলর অথবা কমিউনিটি পুলিশিং কর্মকর্তাগণের সহযোগিতা নিয়ে সঠিক তথ্য জমা দেয়ার আহ্বান জানান।
উপস্থিাত ছিলেন চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ও কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬-এর প্রধান উপদেষ্টা মোঃ আঃ মালেক বেপারী, অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী প্রমুখ।
উল্লেখ্য, বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও মেস সদস্যদের এ তথ্য নিবন্ধন ফরম চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে জিটি রোডস্থ কাউন্সিলর কার্যালয়ে অথবা চেয়ারম্যানঘাটা সোনালী কুটিরের নীচ তলায় এমএম কম্পিউটারে পাওয়া যায়। ফরম পূরণ করে চাঁদপুর মডেল থানায় অথবা কাউন্সিলর কার্যালয়ে জমা দেয়ার অনুরোধ জানানো হয়।