• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

প্রেসিডেন্ট মোফাজ্জল হোসেন, সেক্রেটারী শ্যামল চন্দ্র দাস

মতলব রোটারী ক্লাবের ২০১৯-২০২০ রোটারী বর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশ:  ৩০ জুন ২০১৯, ০৯:০৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২-এর অন্তর্ভুক্ত মতলব রোটারী ক্লাবের ২০১৯-২০ রোটারী বর্ষের পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হয়েছে। ক্লাব কার্যালয়ে গত ২৪ এপ্রিল আয়োজিত বোর্ড সভায় সকলের সর্বসম্মতিক্রমে এ বোর্ড গঠন করা হয়। সভায় অংশগ্রহণ করেন চার্টার প্রেসিডেন্ট রোটাঃ ডাঃ একেএম মাহাবুবুর রহমান, প্রেসিডেন্ট উপাধ্যক্ষ রোটাঃ আফরোজা খাতুন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সেক্রেটারী রোটাঃ গোলাম সারওয়ার সেলিম, সেক্রেটারী ইলেক্ট রোটাঃ শ্যামল চন্দ্র দাস, ট্রেজারার রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, ডিরেক্টর রোটাঃ মনির হোসেন, রোটাঃ উত্তম ঘোষ, রোটাঃ কিশোর কুমার ঘোষ, রোটাঃ হেদায়েত উল্লাহ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে গঠিত ২০১৯-২০ রোটারী বর্ষের বোর্ড সদস্যরা হলেন : প্রেসিডেন্ট রোটাঃ মোহাম্মদ মোফাজ্জল হোসেন, আইপিপি রোটাঃ উপাধ্যক্ষ আফরোজা খাতুন, চার্টার প্রেসিডেন্ট রোটাঃ ডাঃ একেএম মাহাবুবুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ আব্দুল হাই, ভাইস প্রেসিডেন্ট রোটাঃ রোটাঃ গোলাম সারওয়ার সেলিম, সেক্রেটারী রোটাঃ শ্যামল চন্দ্র দাস, সেক্রেটারী ইলেক্ট রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, জয়েন্ট সেক্রেটারী রোটাঃ ডাঃ মাহমুদুল হাসান, ট্রেজারার রোটাঃ মনির হোসেন, সার্জেন্ট এট আর্মস্ রোটাঃ নুরুন নাহার আক্তার বকুল, ডিরেক্টর ক্লাব এডমিনিস্ট্রেশন রোটাঃ ইফতেখার উদ্দিন কাদ্রী, পাবলিক রিলেশন রোটাঃ আয়েশা সুলতানা, ইউথ সার্ভিস রোটাঃ কিশোর কুমার ঘোষ, ক্লাব সার্ভিস প্রজেক্ট রোটাঃ উত্তম কুমার ঘোষ, কমিউনিটি সার্ভিস রোটাঃ ডাঃ নুসরাত জাহান মিথেন, ক্লাব ট্রেইনার রোটাঃ হোসেন পিএজি ইঞ্জিনিয়ার মোঃ দেলোয়ার এমপিএইচএফ, এমসি, বুলেটিন এডিটর রোটাঃ হেদায়েত উল্লাহ। ২০১৯-২০ বর্ষের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা হলেন : সার্ভিস প্রজেক্ট চেয়ার রোটাঃ ডাঃ একেএম মাহাবুবুর রহমান, রোটারী ফাউন্ডেশন চেয়ারম্যান রোটাঃ উপাধ্যক্ষ আফরোজা খাতুন, মেম্বারশীপ চেয়ার রোটাঃ নূর-ই-আলম, ক্লাব এডমিনিস্ট্রেশন চেয়ার রোটাঃ আব্দুল হাই, পাবলিক রিলেশন আয়েশা সুলতানা।
এ কমিটি ১ জুলাই ১৯ অভিষেকের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবে এবং স্থানীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র বিশেষ কলেবরে বের করা হবে।