জেলা বন্ধুমহল ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ


আর্তমানবতার সেবায় নিয়োজিত জেলা উন্নয়ন বন্ধুমহল ফাউন্ডেশন প্রতিবন্ধী কল্যাণ ব্যবস্থা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে, অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ¦ হাফেজ নাছির খান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি একজন প্রতিবন্ধীর সন্তান, আমি বুঝি প্রতিবন্ধীদের কষ্ট। তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা অনেক কাজ করতে পারেন না। কারণ তারা সমাজে সেভাবে মূল্যায়িত হয় না। আমার বাবা চাঁদপুর পৌরসভায় কর্মরত ছিলেন, শারীরিক প্রতিবন্ধী থাকার কারণে তার ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি অনেক কাজ করতে পারতেন না। নিজেকে খুব অসহায় মনে করতেন। তিনি তার জীবদ্দশায় চেষ্টা করেছেন প্রতিবন্ধী ভাই-বোনদের জন্যে কিছু করতে। এজন্যে তিনি লোকের দ্বারে দ্বারে গিয়েছেন। কেউ সহযোগিতা করেছেন আবার কেউ সমালোচনা করেছেন। কিন্তু তিনি থেমে থাকেননি। আজ তিনি বেঁচে থাকলে খুব খুশি হতেন। আমাদের কারোই জীবনের নিশ্চয়তা নেই। যে কোনো সময় আমরা মৃত্যুর মুখোমুখি বা অঙ্গহানির সম্মুখীন হতে পারি। আর এসব থেকে আল্লাহপাকই আমাদের রক্ষা করতে পারেন। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে যার যতটুকু সামর্থ্য আছে প্রতিবন্ধীদের সহায়তায় এগিয়ে আসুন। তিনি প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার জন্যে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা সমাজের অন্য কেউ নয় তারা আমাদেরই আপনজন, তাদের পাশে দাঁড়ানো সকলের কর্তব্য।
গতকাল ২৯ জুন শনিবার দুপুরে সদর উপজেলার বালিয়া বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত ত্রাণ বিতরণ, দোয়া ও আলোচনা সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন বালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান শেখ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান, বালিয়া বাজার জামে মসজিদের মোয়াজ্জিন আঃ লতিফ খান, জেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি দ্বীন ইসলাম দ্বীনু প্রমুখ। দোয়া পরিচালনা করেন বালিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহীম খলিল। প্রায় দুইশ’ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, জেলা উন্নয়ন বন্ধুমহল ফাউন্ডেশন প্রতিবন্ধী কল্যাণ ব্যবস্থা ও পুনর্বাসন কেন্দ্র ২০১০ সালে চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডে ভাড়া বাড়িতে কার্যক্রম শুরু করেন। ২০১২ সালে নিবন্ধন পেলেও কার্যক্রম পরিচালনার জন্যে সরকারিভাবে কোনো ভূমি বরাদ্দ না পাওয়ায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ নাছির উদ্দিন খান তার নিজ বাড়ি বালিয়াতে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অনেক চেষ্টা ও কষ্টের মাধ্যমে তিনি বালিয়া বাজারে ১৫ শতক জায়গা কিনতে সক্ষম হন। তার ইচ্ছে এ স্থানে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে প্রতিবন্ধী ও অসহায় শিশুদেরকে পুনর্বাসিত করা। এজন্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।