চাঁদপুর জেলা ক্রিকেট লিগের আজ ও কাল সেমি ফাইনাল,৩০ জুন ফাইনাল
প্রকাশ: ৩০ জুন ২০১৯, ০০:৫৩
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুর জেলা প্রিমিয়ার ক্রিকেট লিগ- ২০১৯ এর দুটি সেমি ফাইনাল ম্যাচ আজ বৃহস্পতিবার ২৭ ও কাল শুক্রবার ২৮ জুন চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ৩০ জুন।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা ক্রিকেট লিগের প্রথম সেমিতে ২৭ জুন সকাল ৯ টায় মুখোমুখি হবে স্থানিয় আবাহনী ক্রীড়া চক্র ও প্রফেসর পাড়া ক্রীড় চক্র।
২৮ জুন ২য় সেমি ফাইনালে লড়বে শেখ রাসেল ক্রীড়া চক্র ও চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার। এই দুই ম্যাচের বিজয়ী দলের মধ্যকার এবছরের ক্রিকেট ফাইনাল হবে ৩০ জুন রোববার।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জিএম বাবু এ তথ্য জানিয়েছেন।