• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে মাদকের অব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভা

মাদক বিরোধী সচেতনতা নিজের পরিবার থেকেই শুরু করতে হবে : জাহিদুল ইসলাম রোমান

প্রকাশ:  ২৯ জুন ২০১৯, ০৯:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। বুধবার সকালে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সভায় ইউএনও মোঃ আলী আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এ সময় তিনি বলেন, মাদক আমাদের পুরো বাংলাদেশকে কুরে কুরে খাচ্ছে। এর থেকে বের হতে হলে সমাজের সকল স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সমাজকে সচেতন করে তুলতে হবে। মাদকসেবীদের এর থেকে বিরত রাখতে তাদের সহায়তা করতে হবে। মাদক ব্যবসায়ীদেরকে আমাদের বয়কট করতে হবে। একই সাথে লোভের বশবর্তী হয়ে আমরা যেন কেউ জেনে বা না জেনে এর মধ্যে জড়িয়ে না পড়ি, সেজন্যে আরো বেশি সচেতন হতে হবে। অর্থাৎ মাদক বিরোধী সচেতনতা নিজের পরিবার থেকেই শুরু করতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জি এস তছলিম আহাম্মদ, মাজেদা বেগম, পৌর মেয়র মাহফুজুল হক, থানার অফিসার ইনচার্জ আবদুর রকিব, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান ও ফরিদগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ।

 

সর্বাধিক পঠিত