ষাটনলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গত ২৭ জুন বৃহস্পতিবার বিকেল ৫ টায় ষাটনল ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস।
ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লা সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হানিফ সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লা প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, আওয়ামী লীগ নেতা দোলন চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হারুন মিয়া, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা ফেরদৌস আলম সরকার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইয়ার হোসেন মিয়া, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম সরকার, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা খসরু ঢালী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডঃ মহসিন মিয়া মানিক, সাবেক ছাত্রলীগ নেতা মিরাজ খালিদ, শেখ রাসেল শিশু-কিশোর মেলার সভাপতি অ্যাডঃ জসিম উদ্দিন, ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি, ছাত্রলীগ নেতা আবির, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম খান টিটু, যুবলীগ নেতা রহমত উল্লাহ চৌধুরী, ছেঙ্গারচর পৌর ছাত্রলীগ নেতা সৈকত প্রমুখ। সভায় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে বিএনপি-জামায়াত চেয়েছিল এ দেশটাকে লুট করতে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকার কারণে তা আর সম্ভব হয়নি। রাজাকারদের অশুভ আকাক্সক্ষা আর পূরণ হয়নি। তিনি বলেন, ওই রাজাকাররাই পরবর্তীতে শেখ হাসিনাকে একাধিকবার হত্যা করতে চেয়েছিল। তাতেও ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশে উন্নয়ন চলছে। তা দেখে ওই রাজাকার দলের লোকদের ভাল লাগছে না। তাই তারা বিভিন্নভাবে উন্নয়নে বাধা দিচ্ছে। এমএ কুদ্দুস বলেন, এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ জনগণের আওয়ামী লীগ। তাই আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। তিনি সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।