• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কল্যাণপুর ইউনিয়নে বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ

প্রকাশ:  ২৯ জুন ২০১৯, ০৮:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়। ২৭ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভাতার বই বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং কল্যাণপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নূরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার। এই সরকার চায় একটি লোকও যেনো অসচ্ছল না থাকে। তারই ধারাবাহিকতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা দিচ্ছে সরকার।
ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা জামাল উদ্দিন, কল্যাণপুর ইউপি সদস্য মিজানুর রহমান তালুকদার প্রমুখ।