• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভা

যুবসমাজকেই আগামীর বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে ভূমিকা রাখতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান

প্রকাশ:  ২৭ জুন ২০১৯, ১৪:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের যৌথ আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬জুন সকাল ১০টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে ‘সুস্বাস্থ্যের সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’-এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে এবং বিশিষ্ট লেখক, কবি ও চিকিৎসক ডাঃ পীযূষ কান্তি বড়–য়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শওকত ওসমান। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২১টি বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। এর মধ্যে একটি বিষয় যুবসমাজ। যুবসমাজকে আমরা কীভাবে গড়ে তুলতে পারি এবং তাদের নিয়ে কীভাবে কাজ করতে পারি সেদিকেই আমাদের দৃষ্টি দিতে হবে। একটি আন্তর্জাতিক চক্র আমাদের যুবসমাজকে বিপথগামী করে তোলে। তাদেরকে মাদকাসক্ত হিসেবে গড়ে তোলা হয়। যুবসমাজকে সচেতন থাকতে হবে। কেননা এই যুবসমাজকেই আগামীর বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে ভূমিকা রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই দেশকে মাদকমুক্ত করতে মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন। যুবসমাজকে গড়ে তুলতে প্রধানমন্ত্রী যুব উন্নয়নকেন্দ্র ভবন করতে পদক্ষেপ গ্রহণ করেছেন। উদ্ভাবনী বা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে আমাদের যুবসমাজকে উদ্ভাবনী শক্তির অধিকারী হতে হবে। সহনশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। মাদকাসক্তরা নিজেরাই নিজেদের প্রতি অবিচার করে। তারা সমাজের বিচার করতে পারে না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের ইন্সপেক্টর মজিবুর রহমান।

সর্বাধিক পঠিত