• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

লোটরা দিগদাইর নরিংপুর খালের ওপর অবৈধ স্থাপনা নির্মাণ

প্রকাশ:  ২৭ জুন ২০১৯, ১৩:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের লোটরা দিগদাইর নরিংপুর খালের উপর অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে আওয়ামী লীগ নেতা আবুল বাসার বাদী হয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অবৈধ স্থাপনা উচ্ছেদের একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি অবগত হয়ে সূচিপাড়া (দঃ) ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা শফিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনা নির্মাণের সত্যতা পান। তিনি তাৎক্ষণিক ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক মোঃ মনির হোসেন ও তার দুই সহযোগী বিল্লাল হোসেন ও লোকমান হোসেনকে অবৈধ স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে বলেন। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগের সাথে সমন্বয় না করে নির্মাণ কাজ করায় তারাও ক্ষিপ্ত। সাবেক ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল বলেন, আওয়ামী লীগের ব্যানার সাঁটিয়ে অবৈধ নির্মাণ কাজ হচ্ছে। এ ব্যাপারে আওয়ামী লীগের সাথে কোনো সমন্বয় নেই। যুবলীগ নেতা মনির হোসেন তার দুই সহযোগীসহ একক চিন্তা ভাবনায় ফাদার সংগঠনের ব্যানার সাঁটিয়ে কাজ করার উদ্দেশ্য নিজ দখলে নেয়ার পাঁয়তারা। এ সমস্যা সামাধানে সূচিপাড়া (দঃ) ইউনিয়ন সভাপতি মোঃ গোলাম মোস্তফার হস্তক্ষেপ জরুরি বলে এলাকার আওয়ামী লীগ নেতারা মনে করেন। অন্যথায় যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে বলে এলাকাবাসী ধারণা পোষণ করেন।