• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সড়ক দুর্ঘটনায় নিহত সেই মামার পরিবারকে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির অনুদান

প্রকাশ:  ২৭ জুন ২০১৯, ১৩:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 সম্প্রতি সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জ ও শাহরাস্তির নিহত মামা-ভাগ্নের পরিবারকে অনুদান দিয়েছেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। গতকাল বুধবার বিকেলে নিহত মামা এমরান হোসেনের বাবা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম সর্দারের হাতে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্থানীয় সাংসদের পক্ষে অনুদানের নগদ ১ লাখ টাকা তুলে দেন। সাংসদের পক্ষে স্থানীয়ভাবে সমন্বয় করেন ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তসলিম আলম শিশির। এর আগে সম্প্রতি তাজুল ইসলাম সর্দার ও তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে নিহতের পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আমির, পৌর আওয়ামী লীগের সদস্য জাহিদুর রহমান জাহিদ, উপজেলা যুবলীগের সদস্য কাজী মামুনুর রশিদ মাসুদ, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহরিয়ার তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মজুমদার নিশাত ও শামিম মিয়াজী, সাবেক ছাত্রনেতা সুমন সাহা, ইসমাঈল হোসেন সর্দার, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান টিপুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্য নেতৃবৃন্দ। অনুদান প্রদান অনুষ্ঠানে নিহতের রুহের মাগফেরাত ও সাংসদের জন্যে করা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ভূইয়া বাড়ি জামে মসজিদের ইমাম মাওঃ আবুল বাসার।
উল্লেখ্য, গত ১১ জুন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলাস্থ আশকাটি ইউনিয়নের গাবতলী এলাকায় বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মামা এমরান হোসেন (২৮) ও তার ভাগ্নি ফাতেমাতুজ জোহরা আনিকা (১০) নিহত হন। এমরান হোসেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।