• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

২ দিন যাবৎ বিদ্যুৎ নেই চাঁদপুর জেলা রেজিস্ট্রার অফিসে

প্রকাশ:  ২৬ জুন ২০১৯, ০৮:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

প্রায় ১ লাখ টাকা বকেয়ার জন্যে গত ২ দিন পূর্বে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে চাঁদপুর জেলা রেজিস্ট্রার অফিসের। আর এ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে স্বাভাবিক কর্মকা- বিঘিœত হচ্ছে এ অফিসটির। ফলে সরকারের রাজস্ব আয়ের ঘাটতি হচ্ছে।
জানা যায়, সরকারের প্রতিষ্ঠান বিদ্যুৎ বিভাগ ও জেলা রেজিস্ট্রার অফিস। এই সরকারি প্রতিষ্ঠান দুটির একটি প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের বিল পরিশোধ করতে হলে সরকারি নিয়ম অনুযায়ী চিঠি চালাচালি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তা পাস করিয়ে আনতে হয়। তারপর সেটি পরিশোধ করা হয়। তাই নিয়ম মোতাবেক জেলা রেজিস্ট্রার অফিস তাদের বিদায়ী অর্থ বছরের বিদ্যুৎ বিলসহ সকল বিল তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সেগুলো এখন অনুমোদন হয়ে আসার অপেক্ষায়। বকেয়া  বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে সরকারের তথা মন্ত্রণালয়ের কড়া নির্দেশনার কারণে আগামী ১ মাসের সময় চেয়ে চাঁদপুর জেলা রেজিস্ট্রারের স্বাক্ষরিত একটি আবেদন গত ২৩ জুন বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিকট পৌঁছানো হয়।
এ আবেদন করার পরদিন সকালে বিদ্যুৎ বিভাগ চাঁদপুর জেলা রেজিস্ট্রার অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। অর্থাৎ ২৪ জুন থেকে জেলা রেজিস্ট্রার অফিস বিদ্যুৎবিহীন অবস্থায়।
এদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণে সরকারের রাজস্ব আদায়ে বিঘœ ঘটছে। জেলা রেজিস্ট্রার অফিস ভবনটি তিন তলাবিশিষ্ট। এ ভবনের ২য় তলায় জেলা রেজিস্ট্রার অফিস, নিচতলায় চাঁদপুর সদর সাব রেজিস্ট্রার অফিস। যে অফিস থেকে প্রতিদিন সরকারের লাখ লাখ টাকা রাজস্ব আয় হচ্ছে। ৩য় তলায় গোপন রুম বা দলিল রুম। যেখানে নকলনবিস শাখায় শতাধিক লোক কাজ করে প্রতিনিয়ত সরকারের লাখ লাখ টাকা রাজস্ব আয়ে অর্থ যোগ করাচ্ছে।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী এসএম ইকবালের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, যা হয়েছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করা হয়েছে। এর বাইরে আর কোনো বক্তব্য না দিয়ে তিনি ফোন কেটে দেন।