• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কেন্দ্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পাওয়ার দাবিতে পৌর এসোসিয়েশনের আন্দোলন-কর্মসূচি

প্রকাশ:  ২৬ জুন ২০১৯, ০৮:৫৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

রাষ্ট্রীয় কোষাগার থেকে মাসিক বেতন-ভাতা ও পেনশন পাওয়ার দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্তগ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে : প্রতি জেলায় আগামী ১ জুলাই পৌরসভায় কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট, ২ জুলাই প্রেসক্লাবের সম্মুখে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট, ১৪ জুলাই কেন্দ্রীয়ভাবে ঢাকা শহীদ মিনারে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ ও অনশন ধর্মঘট। সারাদেশের ন্যায় চাঁদপুর জেলায়ও কেন্দ্রীয় কর্মসূচি পালন করার জন্যে জেলা শাখার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি চাঁদপুর পৌরসভার সচিব মোঃ আবুল কালাম ভূঁইয়া।