• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদকের ইন্তেকালে দোয়া অনুষ্ঠান

প্রকাশ:  ২৫ জুন ২০১৯, ২২:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ জমিয়াত্লু মোদার্রেছীন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও হোসেনপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এসএম গোলাম মাওলা গত ২৩ জুন দিবাগত রাত সাড়ে ৯টায় ইন্তেকাল করেন। তাঁর স্মরণে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় চাঁদপুর আহমাদিয়া ফাযিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি ড. একেএম মাহবুবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোস্তাফিজুর রহমান খান। বক্তব্য রাখেন জেলার সহ-সভাপতি অধ্যক্ষ আ ন ম মুহিবুল্লাহ, অধ্যক্ষ আ ই ম জাকারিয়া চৌধুরী, অধ্যক্ষ মাওঃ আনিছুর রহমান, অধ্যক্ষ মাওঃ ছালেহ আহম্মদ, অধ্যক্ষ মাওঃ মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন, চাঁদপুর সদর সভাপতি অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি এইচএম আনোয়ার মোল্লা, সদর সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ জসিমউদ্দিনসহ বিভিন্ন উপজেলার সেক্রেটারিগণ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী  শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। মিলাদ পরিচালনা করেন জেলা দপ্তর সম্পাদক ও আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ জিয়াউদ্দিন খন্দকার।

সর্বাধিক পঠিত