• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে রড মিস্ত্রির করুণ মৃত্যু

প্রকাশ:  ২৫ জুন ২০১৯, ০৯:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 নির্মিতব্য একটি বিল্ডিংয়ের রড কাটতে গিয়ে রড কাটার হ্যান্ড গ্র্যান্ডারের আঘাতে এমরান হোসেন (২৫) নামে এক রড মিস্ত্রির করুণ মৃত্যু হয়েছে। সোমবার ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম কাওনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, উপজেলার পশ্চিম কাওনিয়া গ্রামের মিন্নত আলী বেপারী বাড়ির সৌদি প্রবাসী আলমগীর হোসেনের নির্মিতব্য পাকা ভবনের জন্যে একই গ্রামের এন্তাজ মিয়ার ছেলে এমরান হোসেন রড মিস্ত্রি হিসেবে রড কাটছিল। সোমবার দুপুরে রড কাটার সময় হ্যান্ড গ্র্যান্ডার মেশিনটি চালু অবস্থায় অসাবধানতাবশত হঠাৎ করেই ছুটে গিয়ে এমরানের গলায় বিঁধে যায়। মুহূর্তের মধ্যে মেশিনটির আঘাতে তার গলার অর্ধাংশ কেটে যায়। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু ঘটে।
সংবাদ পেয়ে থানা পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে। মৃতদেহের বিষয়ে কোনো আপত্তি না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

 

সর্বাধিক পঠিত