• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আনুষ্ঠানিকতা শুরু

প্রকাশ:  ২৪ জুন ২০১৯, ০৮:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ তাদের আনুষ্ঠানিকতা শুরু করেছে। গতকাল রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী এবং দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১-এর ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী, যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন প্রমুখ।
আগামী ২৯ জুন শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

সর্বাধিক পঠিত