• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পেলেন নতুন জীপ গাড়ী

প্রকাশ:  ২৪ মে ২০১৯, ১৭:৩৭ | আপডেট : ২৪ মে ২০১৯, ১৭:৪৯
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগমের হাতে নতুন জীপ গাড়ীর চাবি হস্তান্তর করছেন শিক্ষামন্ত্রী ডাঃদীপুমনিএমপি।
প্রিন্ট

স্বাস্থ্য অধিদপ্তর হতে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নামে বরাদ্দকৃত জীপগাড়ীর উদ্বোথন করা হয়েছে। গতকাল শুক্রবার ২৪ মে দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিএমপি নতুন গাড়ীর চাবিটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজেদা বেগমের হাতে হস্তান্তর করেন। এসময় জেলা আওয়ামীলীগ সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, ইউএনও কানিজ ফাতেমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ, বিএমএ সভাপতি ডাঃ সৈয়দ নুরুল হুদা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধরসহ অন্যরা উপস্থিত ছিলেন।