• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তর উপজেলা পরিষদের সভাকক্ষ উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

প্রকাশ:  ২৫ এপ্রিল ২০১৯, ১১:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলা পরিষদের সভাকক্ষ উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান। গত মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপ্রধানে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্তী, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা আকতার। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শুভাশীস ঘোষ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর কুমার দাস।

 

সর্বাধিক পঠিত