• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

রাফি হত্যাকারীদের বিচারের দাবিতে কচুয়ায় মানববন্ধন

প্রকাশ:  ২৩ এপ্রিল ২০১৯, ১৩:৫৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসা ছাত্রী ও আলীম পরীক্ষার্থী ‘নুসরাত জাহান রাফি’কে কেরোসিন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যাকারীদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কচুয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কচুয়া পৌরসভা প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে নুসরাত জাহান রাফি হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলার পূজা উদ্যাপন কমিটির সভাপতি ফনি ভূষণ মজুমদার তাপু, সহ-সভাপতি শিবু লাল সাহা, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তাপস পোদ্দার, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি আতাউল করিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, সমাজকর্মী জয় কর্মকার প্রমুখ।

 

 

সর্বাধিক পঠিত