• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

নারায়ণপুর সপ্রাবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৯, ১৬:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলার ১৫৫নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ সালের সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ এপ্রিল দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহিদ খান বাবুর সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহমুদুল হাসান ও সঞ্জিত কুমার দের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম শহীদুল হক মোল্লা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ তানভীর হাসান, সেলিনা বেগম, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ খান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কাঁকন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন। উপস্থিত ছিলেন নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি আবু সায়েম মাস্টার, সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাহেরুল ইসলাম সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার আলম, নারায়ণপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ জামিল হোসাইনসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা আয়েশা বেগম বিদ্যালয়ের গরীব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে নিজ উদ্যোগে ইউনিফর্ম বিতরণ করেন। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।