• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় রক্তদান সংস্থার ফ্রি ব্লাড গ্রুপিং ও আনন্দ র‌্যালি

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৯, ১৬:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ‘একের রক্ত অন্যের জীবন, রক্ত হোক আত্মার বন্ধন’ এ স্লোগানে বন্ধন রক্তদান সংস্থার ফ্রি ব্লাড গ্রুপিং ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কচুয়া উপজেলার রহিমানগর বন্ধন রক্তদান সংস্থার উদ্যোগে সংস্থার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেসিক এইড এন্ড হসপিটালের সামনে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ। আলোচনা পূর্বে আনন্দ র‌্যালিটি রহিমানগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
ইউপি চেয়ারম্যান হাজী আঃ হাই মুন্সির সভাপ্রধানে ও সংস্থার সদস্য ফখরুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কবির হোসেন, সংস্থার উপদেষ্টা ডাঃ আব্দুল কাদের, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, সাংবাদিক আলমগীর তালুকদার,  সংস্থার সভাপতি বাহার হোসেন লিটন, সাধারণ সম্পাদক সফিউল বাসার, সদস্য ইসহাক খন্দকার, রাসেল পাটওয়ারী, শাহাদাত হোসেনসহ বিভিন্ন রক্তদান সংস্থার সদস্যবৃন্দ।
আলোচনা সভা শেষে বিভিন্ন সময়ে স্বেচ্ছা রক্তদানকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও  প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ।