ভাই ভাই স্পোর্টিং ক্লাবের অভিষেক ও বর্ষবরণ


ভাই ভাই স্পোর্টিং ক্লাবের নবগঠিত কার্যকরী পরিষদ (২০১৯-২০২১)-এর অভিষেক ও ১৪২৬ বাংলা বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১১টায় পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ডাঃ জেআর ওয়াদুদ টিপু। তিনি তাঁর বক্তব্যে বলেন, এ ক্লাবকে শুধুমাত্র খেলাধুলার মাঝে সীমাবদ্ধ না রেখে সামাজিক কাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সে সাথে ক্লাবের সকল সদস্য মাদকের বিরুদ্ধে জোরালো ভূমিকায় কাজ করবেন বলে প্রত্যাশা করছি। আমি এই ক্লাবের সার্বিক উন্নয়নে পাশে থাকবো। সে সাথে ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য ইউপি চেয়ারম্যান সেলিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আজিজ খান বাদল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী মাঝি, পৌর যুবলীগের আহ্বায়ক আঃ মালেক শেখ, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ দাস প্রমুখ। পরে ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথিকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে ক্লাবের সহ-সভাপতি হাজী আবুল বাশার মিলন ও কমিটির অন্যরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন এমআর ইসলাম বাবু (সাংবাদিক)। অনুষ্ঠানের ২য় পর্বে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।