কল্যাণপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের বিক্ষোভ ও উপজেলা সভাপতির নিকট নালিশ


চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারীর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকা-ের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী ও দলীয় নেতা-কর্মীদের একাংশ। গতকাল ১৩ এপ্রিল শনিবার সকাল ৯টায় বিক্ষুব্ধ এলাকাবাসী ও নেতা-কর্মীরা চাঁদপুর সদর উপজেলার মঠখোলা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ানের বাড়িতে গিয়ে তাঁর কাছে রনি চেয়ারম্যানের বিরুদ্ধে নালিশ জানান।
এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বলেন, দল চলবে সংগঠনিক নিয়মে। কল্যাণপুর ইউনিয়নের বিষয়টি নেতৃবৃন্দকে জানাবেন। সবার সাথে সমন্বয় করে প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সম্মেলন করা হবে। এরপর ইউনিয়ন কমিটিগুলোও সম্মেলনের মাধ্যমে করা হবে।
এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ড সভাপতি মোঃ হান্নান গাজী, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি সুলতান খান, ৪নং ওয়ার্ড সভাপতি হাফেজ খান, সাধারণ সম্পাদক ইলিয়াছ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মুনির প্রধানীয়া, ৫নং ওয়ার্ড সভাপতি কাবিল ভূঁইয়া, সাধারণ সম্পাদক রফিক বকাউল, ৬নং ওয়ার্ড সভাপতি জলিল সরকার, সাধারণ সম্পাদক মোস্তফা বেপারী, ৭নং ওয়ার্ড সভাপতি সফিক বেপারী, ৮নং ওয়ার্ড সভাপতি নূরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক লিটন সরকার, ৯নং ওয়ার্ড সভাপতি আলম খান, সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার প্রমুখ। এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ এ সময় উপস্থিত ছিলেন।