বালিয়া আদর্শ উবির ২শ’ ছাত্রীর মাঝে সিরাজ তালুকদারের স্কুল ড্রেস বিতরণ


চাঁদপুর সদর উপজেলার বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২শ’ অসহায় দরিদ্র ও এতিম শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম তালুকদার। গতকাল ১৩ এপ্রিল শনিবার বেলা ১২টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে তিনি নিজস্ব অর্থায়নে এ স্কুল ড্রেসগুলো বিতরণ করেন।
তিনি জানান, আমি চাই আগামী প্রজন্ম মাদক, সন্ত্রাস ও ইভটিজিংসহ সবরকম সামাজিক অপরাধ থেকে দূরে থাকুক। তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য নাগরিক হয়ে উঠুক। এ বিদ্যালয়ে অনেক অসহায়, দরিদ্র ও এতিম শিক্ষার্থী রয়েছে। তাদের লেখাপড়ায় উৎসাহিত করার জন্যেই আমি এ উদ্যোগ নিয়েছি।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মালেক বেপারী, বিদ্যোৎসাহী সদস্য ওমর ফারুক তালুকদার, অভিভাবক সদস্য ডাঃ মোঃ হারুনুর রশিদ, ফারুক আহমেদ কবিরাজ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোবারক হোসেন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন গাজী, মোঃ হাবিবুর রহমান খান, স্থানীয় মুরুব্বি মুফতি হাবিবুর রহমান, বিদ্যালয়ে সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, আলহাজ্ব সিরাজুল ইসলাম তালুকদার তাঁর নিজস্ব অর্থায়নে আদর্শ উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে পুরস্কার এবং অন্যান্য শিক্ষার্থীকে ঈদ উপহার দিয়ে থাকেন। তিনি বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি ছাড়াও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও দাতা সদস্য, বাইতুস সিরাজ জামে মসজিদ এবং সিরাজুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা।